যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সর্ববৃহৎ বাণিজ্য মেলা এক্সপোতে মহান বিজয় দিবস এবং বাংলাদেশের মহান বিজয়ের গৌরবোজ্জ্বল ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে মহান বিজয় দিবস, মুজিববর্ষ, বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করা হয়।
এতে প্রবাসীদের উপস্থিতি এবং জনপ্রিয় ফোক শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ও জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের নৃত্য পরিবেশনা এবং গানে যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল দুবাই এক্সপো। পুরো এক্সপো জুড়েই ছিল বাংলাদেশের লাল সবুজ পতাকার সমাহার।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিসহ বাংলাদেশের প্রতিনিধি দলকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী এবং এক্সপো ২০২০ দুবাইয়ের মহাপরিচালক রিম আল হাশিমি ও এক্সপো-২০২০ এর নির্বাহী