এস এম মোদাচ্ছের শাহ, দুবাইঃ মহামারী করোনার ভয়াল থাবার পর ও থেমে নেই ইউএই প্রবাসী বাংলাদেশিদের ঘুরে দাড়ানোর প্রচেষ্টা। অত্যন্ত সাহসীকতার সাথে এগিয়ে যাওয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ী তবে তাদের এ যুদ্ধে সবাইকে পাশে চান তারা। সেই ধারাবাহিকতায় দুবাই ইন্টারন্যাশনাল সিটি ইংল্যান্ড ক্লাস্টার Y-16 এ ফ্রেশ গার্ডেন ফুডস্টাফ ট্রেডিং এল এল সির শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রতিষ্টানের চেয়ারম্যান মোহাম্মদ মামুন সিকদারের সভাপতিত্বে, ব্যবস্হাপনা পরিচালক দিদারুল আলম সিকদার(মঞ্জু)র পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর ক্যাপ্টেন ওমর মুহাম্মদ জুবাইর আল-মারজুকি।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সামশুল আলম সিকদার ও ইসলাম সিকদার। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ মিজান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সহ সাধারণ সম্পাদক এস এম মোদাচ্ছের শাহ, মুজিবুল হক মনজু, মোহাম্মদ এমরান, আল মামুন, নজরুল হাসান, মহিউদ্দীন বেলাল রনি, সাইফুল, হেলাল, সি প্লাসের আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ সহ আরো অনেকেই।
উপস্থিত অতিথি বৃন্দ প্রতিষ্ঠানের শুভকামনার সাথে সাথে সবাইকে গ্রাহক হয়ে বাংলাদেশিদের এগিয়ে যাওয়াকে আরো গতিশীল করার জন্য আহবান জানান। প্রতিষ্টানের চ্যায়ারমেন মামুন তার বক্তব্যে বলেন,আমরা কোওয়ালিটির ব্যাপারে কোন কম্প্র মাইজ করবনা। চেষ্টা করব সূলভ মূল্যে ভাল কিছু দেওয়ার। সে জন্য উনি সকল বাংলাদেশিদের সহযোগীতা ছেয়েছেন। এবং গ্রান্ড ওপেনিং এ আসা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।