দুবাই প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে থমকে গিয়েছিল আমিরাতের ছোট-বড় ব্যবসা। বিগত দুই মাস থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে সকল প্রতিষ্ঠান। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানও চালু হচ্ছে।
সম্প্রতি দুবাই ইন্টারন্যাশনাল সিটির চায়না ক্লাস্টারে বাংলাদেশি মালিকানাধীন ‘সানান রেস্টুরেন্ট’এর যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া রাখা হয়েছে ফ্যামিলি কেবিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন, ‘আমিরাতে বাংলাদেশিরা ব্যবসায় সফল হচ্ছে। তাদেরকে উৎসাহ দিতে আমরা পাশে আছি।’ দেশীয় ব্যবসার মান বৃদ্ধি করে গুরুত্ব সৃষ্টি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান। এসময় রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন সপনসহ বেশ কিছু বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।