সৈয়দ খোরশেদ আলম, দুবাই থেকেঃ দুবাই আল নাহাদা সেন্টারে আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে ২ ডিসেম্বর বিনামূল্যে করোনা টেস্টের সুযোগ দিয়েছে। এছাড়াও ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মধ্যে যারা করোনা টেস্ট করবেন তারা আগামী এক মাসের মধ্যে যেকোনো একবার বিনামূল্যে করোনা টেস্টের সুবিধা পাবেন৷
দুবাই সরকারের অনুমোদিত করোনা টেস্টের এই সেন্টারে অন্যান্য সময়ে তিনটি ধারায় করোনায় টেস্টের ব্যবস্থা রয়েছে। সেবা গ্রহণকারী ব্যক্তি সরাসরি তাদের সেন্টারে গিয়ে করোনা টেস্ট করতে পারবে এছাড়াও বাসা থেকে করোনার নমুনা পরীক্ষা দিতে পারবে৷ এক্ষেত্রে নমুনা দেওয়ার পর রেজাল্টের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রয়েছে। ১২ থেকে ১৪ ঘন্টার মধ্যে রেজাল্ট পেতে মূল্য নির্ধারণ করা হয়েছে ১১০ দিরহাম। ১২ থেকে ১৪ ঘন্টার মধ্যে রেজাল্ট পেতে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩০ দিরহাম এবং সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে করোনার রেজাল্ট পেতে মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ দিরহাম৷
দুবাইয়ের আল নাহাদায় অবস্থিত সেন্টারটি ২৪ ঘন্টা খোলা থাকবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছেন।