তিমির বনিক, মৌলভীবাজার থেকে: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোজ রবিবার (৩০ জানুয়ারি) দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।
নিহত আশরাফ আলীর ভাই মো. ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভাই গত ১৫ দিন আগে দুবাইয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে আশারাফ আলী এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আশরাফ আলীর অকাল মৃত্যুতে পরিবার এবং দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আশরাফ আলীর ছোট্ট একটি ১৮ মাসের কন্যা সন্তান রয়েছে। তার পরিবারে চলছে শোকের ছায়া, পরিবারের কান্নার শব্দে পরিবেশ ভাড়ি হয়ে উঠেছে।