বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের একটি শপে সেল আহ্বান করে মাত্রাতিরিক্ত লোক সমাগম সৃষ্টি করায় শপটি সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন ও ইকোনমিক ডিপার্টমেন্ট।
গতকাল বুধবার দুবাইয়ে একটি শপে জিনিসপত্রে বিশেষ ছাড় দিলে ক্রেতাদের উপচে পড়া ভীড় সৃষ্টি হয়। এতে করে করোনার সংক্রমণ প্রতিরোধের কর্মসূচিতে প্রভাব পড়ে। শপিং মলে প্রতি ক্রেতাদের মধ্যে অন্তত ২ মিটার দূরত্ব রাখার আইনটি অমান্য হয়ে যায়। স্থানীয় প্রশাসন ও ইকনমিক ডিপার্টমেন্ট কর্মকর্তাদের যৌথ অভিযানে শপটিকে বন্ধ করে দেয়ার পাশাপাশি ৫০ হাজার দিরহাম (প্রায় ১১ লাখ টাকা) জরিমানা করা হয়।
আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনেকটা দ্রুত সফলতা পেয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ কর্মসূচী ও জনসচেতনতা সৃষ্টির ফলে এই সফলতা আসে। দুবাই প্রশাসন জানিয়েছে, “করোনাভাইরাস প্রতিরোধ করতে রাষ্ট্রের আইন অমান্য করলে ছাড় দেয়া হবে না। স্বাস্থ্য সুরক্ষায় সকলেরই দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যথাযথ পালন করা জরুরি।”