নিজস্ব প্রতিবেদকঃ আমিরাতের বানিজ্য নগরী দুবাইয়ে ১২ বছরের নিচে শিশুদের ও ৬০ ঊর্ধ্ব বয়স্কদের শপিং মল, বিচ ও পার্কে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় প্রশাসন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। আগামী ২৩ জুন থেকে তা কার্যকর হবে। তবে মাস্ক, গ্লাভস ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মলের ভেতর অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মার্চের শুরু থেকে করোনাভাইরাসের ঝুকি থেকে বাঁচতে ১২ বছরের নিচে শিশু ও ৬০ ঊর্ধ্ব বয়স্কদের শপিং মল, পার্ক ও বিচে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আমিরাত সরকার।
Drop your comments: