সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মহান ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের’ প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে আমিরাতের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এ সময় উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও কনস্যুলেটের কর্মকর্তা।
পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে- বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই, আমিরাতে কর্মরত প্রবাসী সংবাদকর্মী, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ ও নাসিরিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আজমান, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশন, বিজনেস ফোরাম আজমান, আজমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখা, আমিরাত বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আমিরাত প্রজন্মলীগ, রাস-আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, শিল্পী সমিতি, হাটহাজারী সমিতি ইউএই-সহ বিভিন্ন সমাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
এদিকে একুশে ফেব্রুয়ারি ‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে।
‘শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভেলিয়নে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের অংশগ্রহণ করার কথা রয়েছে।