রবিবার (২ অক্টোবর) আমিরাতের সামাজিক সংগঠন বাংলাদেশ উইমেন এ্যাসোসিয়েশনের আয়োজনে দুবাইয়ের বাংলাদেশি অধ্যুষিত এলাকা সোনাপুরে দিনব্যাপী প্রবাসীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, রক্ত, বিএমআই, সুগার টেস্ট করা হয়েছে৷ এতে নারী-পুরুষ প্রায় দুই শতাধিক প্রবাসী অংশ নেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলে বিএম জামাল হোসেন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান৷
বাংলাদেশ উইমেন এ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন বলেন, প্রবাসীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই আয়োজন। আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রবাসী শিক্ষার্থীদের সহযোগিতা, অসহায় প্রবাসীদের সহযোগিতা করা হয়৷
তিনি বলেন, মেডিকেল ক্যাম্প দুবাইয়ের পর আমিরাতের অন্যান্য সিটিতেও করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে নারী শ্রমিকদের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহনের ইচ্ছে আছে৷
এসময় উপস্থিত ছিলেন, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, দূতালয় প্রধান মোজাফফর হোসেন, সংগঠনের সদস্য বাইজুন নাহার চৌধুরী, জুলি জাফর, শাহীন শেফা, ফেরদৌস মল্লিক, হেলানা পারভীন, মলিনা বেগম, ফাহমিদা চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নারী নেত্রীরা।