জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘বঙ্গবন্ধু কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ.কে. আব্দুল মোমেন। এতে বঙ্গবন্ধুর পারাবারিক, রাজনৈতিক ও বিশ্বের রাষ্ট্রনায়কদের সাথে তোলা গুরুত্বপূর্ণ ছবিগুলো স্থান পেয়েছে।
এ কর্নার উদ্বোধনকালে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর, দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, দুবাই কনস্যুলেটের সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কায়েস চৌধুরী, এ পি এস এমদাদুল হক উপস্থিত ছিলেন।
জাতির পিতার জীবন ও কর্মের দুর্লভ ও ঐতিহাসিক আলোকচিত্র, গ্রন্থ ও প্রকাশনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে বঙ্গবন্ধু কর্নারটি।
উদ্বোধন শেষে কনস্যুলেটে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।