নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে হেলম্যাক ট্রাভেলের আরও একটি শাখার উদ্বোধন হয়েছে।
রোববার (২৭ জুন) সত্ত্বাধিকারী সত্ত্বাধিকারী জামিলুল কাইয়ুমের পরিচালনায় সোনাপুর মেডিকেলের পাশে
মদিনা হাইপার মার্কেট এর ভেতরে হেলম্যাক ট্রাভেলের নতুন শাখা উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান ।
উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার সজল কান্তি বড়ুয়া, এয়ার আরাবিয়ার নর্থার্ন আমিরাতের ম্যানেজার আব্দুল্লাহ, জাজিরা এয়ারলাইনসের প্রতিনিধি দিপক, ইউএস বাংলা এয়ারলাইনসের প্রতিনিধি নাইমুল ইসলাম, বিমানের আব্দুর রাজ্জাক রেজাসহ অনেকে।
এসময় কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেন, আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান দিনদিন বৃদ্ধি পাচ্ছে। কর্মদক্ষতা ও সততার সাথে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে। তিনি প্রবাসীদেরকে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যাবতীয় কাজ করার আহ্বান জানান।
ট্রাভেলের সত্ত্বাধিকারী জামিলুল কাইয়ুম প্রবাসীদের সহযোগিতা ও দোয়া চেয়ে বলেন, “সংযুক্ত আরব আমিরাত এ আমরাই একমাত্র IATA অনুমোদিত বাংলাদেশী ট্রাভেল এজেন্সী। এই অনুমোদনে আমরা আগের চেয়ে কম মূল্যে সার্ভিস দিতে পারব।”