নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারীতেও জীবন সংগ্রামে বসে নেই প্রবাসীরা। নিজ নিজ অবস্থান থেকে লড়ে যাচ্ছেন সবাই। সেই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ফেরদৌস ট্রাভেল এন্ড ট্যুরিজম।
গত শুক্রবার সীমিত আয়োজনে বাংলাদেশি ইমাম হাফেজ মাওলানা সাইদুর রহমান সাঈদ, হাফেজ মাওলানা মনিরুল ইসলামসহ বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতিতে ট্রাভেল এজেন্সি উদ্বোধন করা হয়।
ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস আহমেদ প্রবাসীদের সহযোগিতা চেয়ে বলেন, “করুনার এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদের কে নিয়ে আরব আমিরাতে একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে সচেষ্ট থাকব। আরব আমিরাতের মাটিতে আমাদের নৈতিক আদর্শ দিয়ে বাংলাদেশের লাল-সবুজের পতাকা কে সমোন্নতি করব। প্রবাসীরা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করি।”