দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) স্থানীয় সময় সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়৷
এর পর জাতির পিতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় দূতালয় প্রধান প্রবাস লামারং এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আ ক ম বাহাউদ্দিন এমপি। সভাপতিত্ব করেন, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, পররাষ্ট্রমন্ত্রী বাণী পাঠ করেন প্রথম সচিব (লেবার) ফকির মনোয়ারা হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব কাজী ফয়সাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেপুটি কনসাল জেনারেল সাহেদুল ইসলামসহ অনেকে৷ উপস্থিত ছিলেন কনস্যুলেট কর্মকর্তাসহ সাংবাদিক, প্রবাসী শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা।
এসময় জাতির পিতার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন উপস্থিত প্রবাসীরা৷ সবশেষে বিশেষ মোনাজাত করা হয়৷