নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারীর কারণে স্বাভাবিক জীবন ব্যবস্থার বিঘ্ন ঘটেছে। থমকে দাঁড়িয়েছে সামাজিক আচার-আচরণ। জন্ম-মৃত্যুর সামাজিক নিয়ম-নীতিতে দেখা দিয়েছে ব্যাপক পরিবর্তন।
দুবাইয়ে বসবাসরত ফিলিপাইনের এক কাপলের বিয়ে হওয়ার কথা ৩০ এপ্রিল আরেক কাপলের ১২ এপ্রিল। বিয়ে আটকে যায় করোনার কারণে। গতকাল তাদের কনস্যুলেটের দায়িত্বে বিয়ে হয়। কনস্যুলেটের এই দায়িত্বশীল ভূমিকার কারণে প্রশংসিত হচ্ছেন ফিলিপাইনের কনসাল জেনারেল রিনাতো দোনাস।
জানা যায়, মাত্র ১৫ মিমিটের মধ্যে একটি বিয়ে সম্পন্ন হয়। তাপমাত্রা পরীক্ষা করে দুই কাপল ও একজন করে অতিথি আলাদা আলাদা প্রবেশ করানো হয়। বিয়ে দুটিও আলাদা সময়ে হয়েছে। বিয়ে পরবর্তী সময়ে গণমাধ্যমকে কাপলরা জানান তাদের কনস্যুলেটের এই দায়িত্বশীল আচরণে তারা আনন্দিত।
Drop your comments: