অনলাইন ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে মানবপাচার ও দেহ ব্যবসায় বাধ্য করা ছাড়াও বেশ কয়েকটি অভিযোগে চার বাংলাদেশিসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে দুবাই কোর্ট অব ফার্স্ট ইন্সটেন্স।
শুনানিতে বলা হয়, ইন্দোনেশিয়ান গৃহ কর্মীকে বন্দি করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেন ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি।।তিনি এই মামলার প্রধান আসামি। তার সঙ্গে আরও তিন বাংলাদেশিকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। প্রধান আসামিসহ মোট দু’জন ধরা পড়লেও বাকি দু’জন পলাতক।
সোমবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশির কাছে ওই গৃহকর্মীকে বিক্রি করেন ২৩ বছর বয়সী এক পাকিস্তানি যুবক এবং দুই ইন্দোনেশিয়ান নারী। এই তিনজন ভুক্তভোগী নারীকে চাকরি দেয়ার কথা বলে দুবাইতে নিজেদের ফ্লাটে নিয়ে যান। কিন্তু পরে তাকে ৮০ হাজার টাকায় বাংলাদেশিদের কাছে বিক্রি করা হয়।
কিনে নেয়ার পর ওই নারীকে একটি ঘরে আটকে রাখা হতো। পতিতালয় হিসেবে এই ভিলাটি ব্যবহার করা হত।
উৎসঃ জাগো নিউজ