সংযুক্ত আরব আমিরাতের দুবাই রাস আল খোর শিল্প এলাকার দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাঁচ মিনিটের মধ্যে দুবাই সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, অপারেশন রুম শনিবার বিকেলে রাস আল খোর এলাকায় আগুন লেগেছে বলে খবর পায়। প্রথম দলটি খবর পাওয়ার পাঁচ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে। তারা আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হয়।
Drop your comments: