বাংলা এক্সপ্রেস ডেস্কঃ দুবাইয়ের দুই শতাধিক স্বাস্থ্যকর্মী ১০ বছরের গোল্ডেন ভিসা পাচ্ছেন। কোভিড-১৯ প্রতিরোধে সামনের সারিতে সেবা প্রদান করায় তাদের এই উপহার দেওয়া হচ্ছে।
গোল্ডেন ভিসা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সব মিলিয়ে ২১২ জন স্বাস্থ্যকর্মীকে উপহারটি দিচ্ছেন তারা।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত জুড়ে দিনরাত পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কোভিড-১৯ রোগীদের বিশেষ স্বাস্থ্যসেবা দেওয়ায় তাদের ভূয়সী প্রশংসা করেন আমিরাতের রাষ্ট্রপতি।
গত বছর গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়। সাধারণত উদ্ভাবক, চিকিৎসক, বিজ্ঞানী, বিনিয়োগকারী, গবেষক ও বিভিন্ন খাতের উদ্যোক্তাদের এটি দিয়ে থাকে আমিরাত সরকার।
দুবাই হেলথ অথোরিটির মহাপরিচালক হুমায়েদ আল কুতাম মনে করেন, মনোবল বৃদ্ধি ও রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানে উৎসাহিত করতেই পেশাদার স্বাস্থ্যকর্মীদের গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে।