সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে করোনার বিধিনিষেধ লঙ্ঘন করায় ৫টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পৌরসভা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) দুবাই পৌরসভা কর্তৃপক্ষ দুবাইয়ের মারদিফ, সাতোয়া ও নাইফ এলাকার ৪টি সেলুনে মাস্ক পরিধানের নির্দেশনা অমান্য করায় ও অতিরিক্ত জনসমাগম করায় বন্ধ করে দেয়। ওদ মেথায় একটি মাসাজ সেন্টারে অপরিষ্কার, মাস্ক না পরায় বন্ধ করে প্রশাসন। এসময় আরও ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা এবং ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে বলেও কর্তৃপক্ষ জানায়।
পৌরসভা কর্তৃপক্ষ এদিন দুবাইয়ের ২২২৫ টি প্রতিষ্ঠান পরিদর্শন করে দেখেন ৯৯ শতাংশ ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান করোনার নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছে।
Drop your comments: