মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল গ্রামের মনির খান। গত ১৪ বছর আগে পরিবারের সচ্ছলতার জন্য পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিকের কাজ করেন তিনি।
গত ১৮ মার্চ কাজ করতে গিয়ে একটি বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন মনির খান। গুরুতর আহতাবস্থায় তাকে দুবাইয়ের রশিদ হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর থেকেই সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তবে মালিকপক্ষ থেকে তার চিকিৎসার জন্য খোঁজখবর রাখছেন না বলে জানা গেছে। সংজ্ঞাহীন অবস্থায় মনির খান দুবাইয়ের রশিদ হাসপাতালের ৩১নং ওয়ার্ডের ২বি শয্যায় রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তার মাথায় বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। হাসপাতালে ভর্তির পরদিন বাংলাদেশি পরিচিত এক ব্যক্তি দেখতে গিয়েছিলেন ভেতরে। এরপর থেকে তার সঙ্গে দেখা করতেও দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে মালিক পক্ষ ঘটনাকে ভিন্ন খাতে নিতে দুর্ঘটনায় গুরুতর আহত মনির হোসেনকে মাদকাসক্ত বলেও প্রচার করছে বলে জানা গেছে। এছাড়াও তার সব কাগজপত্রও মালিকপক্ষ আটকে রেখেছে বলে জানায় তার পরিবার।
মনির খানের স্ত্রী লাভলী বেগম বলেন, গত ১৮ মার্চ কাজ করতে গিয়ে আমার স্বামী গুরুতর আহত হয়। বাড়িতে দুই দিন পরে আমরা খবর পাই। তাকে হাসপাতালে ভর্তি করার পরে তার পরিচিত একজন দেখতে গিয়েছিলেন। আইসিইউতে রাখার পর আর তাকে দেখতে যেতে পারেননি। প্রায় ১০ দিনের বেশি হাসপাতালে পড়ে আছেন। আমরা কোনো খোঁজখবর নিতে পারছি না। দুবাইতে তিনি ভারতীয় মালিকের অধীনে কাজ করতেন।
তিনি আরও বলেন, মালিক পক্ষের লোকজন চিকিৎসার খরচও দিচ্ছে না বলে জানতে পেরেছি। তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। তিনি বেঁচে আছেন কিনা তারও কোনো খবর পাইনি।
প্রবাসী মনির খানের ১৫ বছর বয়সী ছেলে সাজিম খান বলেন, আমার আব্বার চিকিৎসা হচ্ছে না সেখানে। আমরাসহ কেউ তার কোনো খোঁজখবরও নিতে পারছি না। আমরা সরকারের কাছে সাহায্য চাই। তার চিকিৎসা নিশ্চিত করে দেশে আনতে চাই।
উৎসঃ যুগান্তর