সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের ড্রাগন মার্ট শপিং মলে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।
আজ রোববার বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, চায়নিজ মার্কেটে অগ্নিকাণ্ডের স্থায়িত্ব ছিল ১০ মিনিট৷ দমকল বাহিনীর তৎপরতায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
কর্তৃপক্ষ জানায়, আবর্জনার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়৷ সেখান থেকে পাশে থাকা তিনটি গাড়ি ও একটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে অগ্নিকাণ্ডে কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ।
Drop your comments: