ঋতুরাজ বসন্ত বাঙালির ঘরে ঘরে। পৃথিবীর সব দেশেই নিজস্ব সংস্কৃতিতে বসন্ত উৎসব উদযাপিত হয়ে থাকে।
বসন্ত আসায় প্রকৃতি সেজেছে রঙিন সাজে।
শীতকে বিদায় জানিয়ে বসন্ত তার রঙ্গের সমাহার নিয়ে ধরা দিয়েছে প্রকৃতিতে। আর সেই মাতাল করা বসন্তকে জাঁকজমকভাবে বরণ করে নিল আরব আমিরাতের প্রবাসী নারীরা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কন্সুলেটে জেনারেল দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের বাসভবনে আবিদা হোসেনের পরিচালনায় `বসন্ত উৎসব ২০২৩` উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ছিল আলোচনা, আড্ডা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঋতুরাজ বসন্তের সঙ্গে পরিচিতির পাশাপাশি গ্রামবাংলার সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মাঝে তুলে ধরার লক্ষ্য নিয়ে বসন্ত উৎসবে আরও ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহারি পিঠা, দেশি খাবার।
Drop your comments: