দুবাইয়ে ৫০ মিটার দেয়ালচিত্রে প্রতিষ্ঠাতা পিতাদের প্রতি শ্রদ্ধা

সংযুক্ত আরব আমিরাতের ‘ন্যাশনাল মান্থ’ উপলক্ষে দুবাই আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল সেন্টারের (DIFC) গেট বিল্ডিংয়ে উন্মোচিত হয়েছে ৫০ মিটার উচ্চতার এক ব্যতিক্রমী দেয়ালচিত্র। দেশের প্রতিষ্ঠাতা পিতা—প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মক্তুমকে উৎসর্গ করা এই শিল্পকর্মে তুলে ধরা হয়েছে হোপ প্রোব, এতিহাদ-স্যাট ও রাশিদ রোভারসহ আমিরাতের মহাকাশ অভিযাত্রার অগ্রগতি।

Brand Dubai–এর ‘#ZayedAndRashid’ ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি এ দেয়ালচিত্র সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য, ভিশন ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতীক বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক শাইমা আল সুয়াইদি। DIFC কর্তৃপক্ষের মতে, শিল্পকর্মটি দেশের অতীত ও ভবিষ্যৎ উন্নয়নের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

এমিরাতি শিল্পী আহমেদ বা ফাদ্লের তৈরি এই অনন্য দেয়ালচিত্র দুবাইয়ের কেন্দ্রস্থলে জাতীয় গর্বের নতুন প্রতীক হয়ে উঠেছে।

Facebook Comments Box
Share: