সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কৃর্তক যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী উদ্যাপন কর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় সময় বিকাল ৫:৩০ টায় শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কনস্যুলেরে সকল কর্মকর্তার, কর্মচকারীসহ বাংলাদেশ বিমান এবং জনতা ব্যাংকের প্রতিনিধি, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ স্কুলের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচন হয়। অতঃপর শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকী উপলেক্ষ্যে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী-এর বাণীসমূহ কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তাগণ পাঠ করেন। পরবর্তীতে, শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর কর্মময় জীবনের উপর নির্মীত একটি প্রামাণ্য চিত্র “এক আলোর পথযাত্রী-শেখ কামাল” প্রদর্শন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় সুধীজন বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তঁর প্রদর্শিত পথ, আদর্শ এবং দিক-নির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল মর্মে বক্তরা অভিমত ব্যক্ত করেন।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেন তাঁর বক্তব্যের শুরুতে বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহিদ ক্যাপ্টেন শেখ কামাল বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনে অংশগ্রহনসহ মহান মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি আরও জানান, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ক্রীড়াঙ্গন, তারুণ্যদীপ্ত ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার অভিযাত্রায় তাঁর প্রদর্শিত পথ, আদর্শ এবং দিক-নির্দেশনা আজও এক অনুকরণীয় মডেল। সর্বশেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।