একুশের প্রথম প্রহরে দুবাইস্থ বাংলাদেশ কন্সূলেট প্রাঙ্গনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীর শ্রদ্ধাঞ্জলিতে সিক্ত হয়েছে শহীদ মিনার। কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের পর দুবাইয়ের উত্তর আমিরাতের একাধিক বাংলাদেশী সংগঠন পৃথক ভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রান ভরে।
গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস এবং দুবাইস্থ বাংলাদেশ কন্সূলেট বাংলাদেশের জাতীয় দিবস গুলো পালনে সক্রিয় ভূমিকা রাখছে। ফলে প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দিবসগুলোতে প্রানের আকুতি সঞ্চারিত হচ্ছে অনন্য ভাবে । বরাবরের মতো এবারও দুটি মিশনে পালন করা হয়েছে একুশের প্রথম পহরে পুষ্প মাল্য অর্পণ। যেখানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী শ্রদ্ধা নিবেদন করেছে মহান ভাষা শহীদদের প্রতি।
দুবাইয়ের কন্সূলেট প্রাঙ্গণে সরকারী প্রতিষ্ঠান গুলো ছাড়াও উত্তর আমিরাতের প্রায় ৫০ টি বাংলাদেশী প্রবাসী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, বাংলাদেশ সমিতি দুবাই ও সারজা।বাংলাদেশ ওমেন এসোসিয়েশন,বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন, বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, সারজা, আজমান ছাড়াও অনেক সংগঠন এতে শ্রদ্ধাঞ্জলি জানান।
বিদেশের মাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পেরে অসংখ্য প্রবাসী আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা এই আয়োজনের জন্য বাংলাদেশ দুতাবাস ও বাংলাদেশ কন্সূলেটের প্রতি কৃতজ্ঞতা জানান। বিদেশের মাটিতে বাংলাদেশ ও বাংলাভাষাকে তুলে ধরার জন্য আরোবেশী পরিকল্পিত উদ্যোগ প্রত্যাশা করেন প্রবাসীরা।