
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দুবাইয়ে দোয়া ও আলোচনা সভা হয়েছে।
গতকাল দুবাই আল আবীর শাখার উদ্যোগে আল আবির বিএনপির সভাপতি মোহাম্মদ হাসেম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ তালুকদার ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্থানীয় রেস্টুরেন্টের হল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দুবাই বিএনপির আহ্বায়ক কমিটি’র সদস্য সচিব মজিবুল হক মঞ্জু, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুবাই আহবায়ক কমিটির সম্মানিত সিনিয়র সদস্য শহীদুল্লাহ শহীদ, বিশেষ অতিথি ছিলেন দুবাই বিএনপির সদস্য ভিপি ইলিয়াছ আজম, দিদারুল আলম দিদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, আবীর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল সাত্তার। বক্তব্য রাখেন সোনাপুর ইউনিট বিএনপির সভাপতি আমিরুল ইসলাম তালুকদার, আল আবীর বিএনপির সহ- সভাপতি তৌহিদুল আলম ,সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ- সভাপতি হাজী নুরুন্নবী, মোহাম্মদ আব্দুল মান্নান, আল আবির বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ নুরউদ্দীন,সোনাপুর বিএনপি উপদেষ্টা আবুল কাসেম,সোনাপুর বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, আলকুজ বিএনপির বাদশা প্রমূখ।
প্রধান অতিথি মজিবুল হক মঞ্জু বলেন, আপোষহীননেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য যে ত্যাগ শিকার করেছেন তা ইতিহাস হয়ে থাকবে৷ আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি।
উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল আবির বিএনপির সম্মানিত ধর্মীয় সম্পাদক মৌলানা গিয়াসউদ্দিন সাহেব।