আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, ‘আমিরাতে পারফিউমস ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক ভালো করছেন। বিশেষ করে দুবাই ও শারজায় এই ব্যবসা বাংলাদেশিদের দখলেই আছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। পারফিউম ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে অসংখ্য বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। দেশের জন্যও তারা বয়ে আনছেন ব্যাপক সুনাম। দেশে রেমিট্যান্স প্রবাহে সাহায্য করছে তাঁরা।’
তিনি বলেন, ‘এসব সফল ব্যবসায়ীদের অনুসরণে উৎসাহিত হয়ে অন্যরাও এগিয়ে আসা প্রয়োজন। কারণ নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলে আরো ব্যাপক বাংলাদেশির কর্মসংস্থান হবে। তিনি সময়মতো শ্রমিকদের বেতনাদি দেয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত বিষয়ের প্রতিও মালিক পক্ষের খেয়াল রাখার আহবান জানান।’
গত শুক্রবার সন্ধ্যায় দুবাইয়ের দেরা গোল্ড মার্কেট এলাকায় স্বনামধন্য বাংলাদেশি সুগন্ধি প্রতিষ্ঠান মাহাবুব পারফিউমস-এর নতুন প্রতিষ্ঠান ‘উদ খালিজী’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন।
এসময় উপস্তিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন৷
প্রতিষ্ঠানের কর্ণধার সিআইপি মোহাম্মদ মাহাবুব আলম মানিক বলেছেন, ‘তার প্রতিষ্ঠানে ৭শ’ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। ব্যবসা সম্প্রসারিত হলে আরো ব্যাপক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি। তিনি বলেন, দৈনিক প্রায় ৫ হাজার বোতল পারফিউম তৈরির সক্ষমতা রয়েছে তার ফ্যাক্টরিতে।’