সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছর থেকে ৩ বন্ধু যৌথ মালিকানায় ব্যবসায় সফকতা ধরে রেখেছেন। স্বল্প পুঁজিতে একটি প্রতিষ্ঠান চালু করার মধ্যদিয়ে যাত্রা শুরু করে আজ গ্রুপ অব কোম্পানির মালিক৷ একে একে গড়ে তুলেছেন ৭টি প্রতিষ্ঠান। নোয়াখালীর কাজী মুহাম্মদ রবি ও ফেনির মুহাম্মদ সোহাগ এবং নূর মোহাম্মদের মতে বিশ্বাস ও সততা থাকলে যৌথ ব্যবসায়ও সফলতা পাওয়া যায়৷
সেই ধারাবাহিকতায় শুক্রবার (৩ নভেম্বর) বার দুবাই এলাকায় একসঙ্গে ফোর স্টার নামে ক্যাফেটেরিয়া ও সিক্স স্টার নামে মোবাইল ফোন ও সার্ভিস সেন্টারের দোকানের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, আব্দুল জালাল, কিফায়াত উল্লাহ রাজু, মহিউদ্দিন মজুমদার, শহিদুল আলম প্রমুখ।
ট্রাভেল এন্ড টুরিজম, রিয়েল ইস্টেট, মিনি সুপার মার্কেট, প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসসহ যৌথ মালিকানাধীন ৭টি প্রতিষ্ঠানে প্রায় শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
উদ্বোধনকালে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করা খুবই নিরাপদ ও সহজ৷ এখানে পরিশ্রম করলে ব্যবসায় উন্নতি করা সম্ভব।
যৌথ ব্যবসা সম্পর্কে উদ্যোক্তারা বলেন, শুরুতে বড় ব্যবসা করা অসম্ভব। আমিরাতে বর্তমানে বহু বাংলাদেশি যুবক এসেছেন৷ কয়েকজন মিলে চাকুরির পাশাপাশি যৌথ ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবেন। এতে করে নিজের আর্থিক উন্নতির পাশাপাশি দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়বে বলে ধারণা তাদের।