আমিরাতের দুবাইয়ে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন আল হেলাল টাইপিং সেন্টার৷ টাইপিং সেন্টারটি বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি করনে ও নতুন ব্যবসা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে জানান সত্ত্বাধিকারী হেলাল উদ্দিন।
উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমিরাতের নাগরিক ও প্রতিষ্ঠানের স্পনসর আলি জাফর, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জুনাইদ আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, মতিউর রহমান, শাহিদুর রহমান, আক্তার হুসেন প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা ব্যবসা বানিজ্য প্রসার করছে৷ ব্যবসা বানিজ্য করার জন্য বৈধ কাগজপত্র করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বিশ্বস্তা অর্জন করবে। অনেকে আছেন ব্যবসা করতে চান কিন্তু প্রসেসের ঝামেলা পোহাতে চান না বলে ব্যবসা করেন না, তাদের জন্য সহায়ক হিসেবে থাকবে আল হেলাল টাইপিং সেন্টার।
এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুস সামাদ শামিম।