সৈয়দ খোরশেদ আলম, দুবাই প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১শে গ্রেনেড হামলার সকল শহিদদের স্মরণে ইউ এ ই ও দুবাই আওয়ামীলীগের যৌথ উদ্যোগে দুবাই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
গতকাল ইউএই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল খানের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন সবুজ। উক্ত সভায় সভাপতিত্ব করেন দুবাই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মাজহার উল্লাহ মিয়ার সাথে প্রধান অতিতি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের(বুয়েট) ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান সরকার মোহন ও প্রধান বক্তা ছিলেন ইউ এই আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউ এ ই আওয়ামালীগের উপদেষ্টা ইন্জিনিয়র আবু হেনা চৌধুরী, উপদেষ্টা ইন্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ইউ এ ই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শহীদুল্লা মজুমদার, ইউ এ ই আওয়ামী লীগের সহ সভাপতি ও দুবাই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা শহীদ খাঁন, দুবাই আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ খোরশেদ আলম, দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন ও সহ সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন সবুজ। বক্তব্য রাখেন দুবাই আওয়ামী লীগের সহ সভাপতি সরওয়ার উদ্দিন মুহুরীর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সিনিয়র সদস্য ওমর ফারুক, সদস্য মোহাম্মদ আজম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে হবে । উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও চতুর্থ বারের মত শেখ হাসিনাকে হ্মমতায় রাখার কথা ব্যাক্ত করেন। পরিশেষে সংগঠনের সহ সভাপতি সরওয়ার উদ্দিন মুহুরীর সকল শহীদদের জন্য দোয়া কামনায় মোনাজাত করা হয়৷