নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে থমকে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক ব্যবসার অন্যতম কেন্দ্র দুবাই। আগামী ২৭ মে বুধবার থেকে আবারো শুরু হতে যাচ্ছে বিমানবন্দর, জিম, সিনেমা হল, ক্লিনিকসহ উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান।
আজ সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রাশেদ আল মাকতুমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানের সুবিধার্থে জীবাণুনাশক স্পে কর্মসূচির সময় রাত ১১ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছে।
সভা থেজে আরো বলা হয় আন্তর্জাতিক আইন মেনে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে হবে। মাস্ক পরিধান ও বাধ্যতামূলক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ক্রেতাদেরকেও মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতন হতে হবে। নিজ দায়িত্ব মনে করে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
আমিরাতের সকল তাসিল ও তাদবির সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা। এছাড়া দুবাই বিমানবন্দর হয়ে যেসব যাত্রীরা আমিরাতে প্রবেশ করবে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।