দু’দিনের ব্যবধানে সিলেট এমসি কলেজের আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২৭ মে) সকালে নগরের মোহনা আবাসিক এলাকার একটি মেস থেকে রাহুল দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
পুলিশ জানায়, এমসি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তিনি। এটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্তের পর জানা যাবে।
এর আগে, গেল ২৫ মে এমসি কলেজের ছাত্রী হোস্টেল থেকে স্মৃতি রাণী দাস নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। তাতে অজ্ঞাতদের আসামি করেছেন নিহতের বাবা। সেই মামলা তদন্তাধীন।
Drop your comments: