নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে ৫ আগস্ট থেকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, উগান্ডা ও নাইজেরিয়ার যাত্রীরা প্রবেশ করতে পারবেন।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) স্থানীয় ইংরেজি পত্রিকা খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এবং ভিসার মেয়াদ রয়েছে তারা আমিরাতে ফিরতে পারবেন। এক্ষেত্রে কারো ৬ মাসের বেশি সময় দেশে অবস্থান হলেও ভিসার মেয়াদ থাকলে আমিরাতে ফিরতে পারবেন।
এদিকে বাংলাদেশি প্রবাসীদের আমিরাতে ফেরার ব্যপারে কোন তথ্য জানানো হয়নি। বাংলাদেশের যাত্রীবাহী ক্ষেত্রে দেশটির সরকারের ঘোষণা মোতাবেক ৭ আগস্ট পর্যন্ত স্থগিত রয়েছে।
Drop your comments: