মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।
২০১৪ সালে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। খালেদা জিয়ার এই মন্তব্যে গোপালঞ্জের এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৭ সালের ২৫ জানুয়ারি আদালতে মানহানির মামলাও করেন এ বি সিদ্দিকী।