দু’বছরের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণেই সম্ভব হতে পারে এটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, “শত বছর আগে স্প্যানিশ ফ্লু মহামারি নির্মূল হতে সময় নিয়েছিল দু’বছর। কিন্তু এখন প্রযুক্তি অনেক এগিয়েছে। ফলে করোনাভাইরাস বিদায় নিতে পারে আরও কম সময়েই। সে পর্যন্ত জাতীয় এবং বৈশ্বিক পর্যায়ে জোটবদ্ধভাবে সঠিক ব্যবস্থা নেয়ার মাধ্যমে মহামারির বিস্তার রোধ করা একেবারেই অসম্ভব কিছু নয়।”
Drop your comments: