দীর্ঘ ৪০ বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি অধিকার আন্দোলনের নেতা করিম ইউনুস। তিনিই দেশটির কারাগারে সবচেয়ে দীর্ঘ সময় বন্দি থাকা ফিলিস্তিনি। খবর ভয়েস অফ আমেরিকা’র।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তেল আবিবের হাদারিম কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। তার বাড়ি ইসরায়েলের অভ্যন্তরের আরা নামের একটি ফিলিস্তিনি গ্রামে।
ইসরায়েল অধিকৃত সিরিয়ান গোলান মালভূমিতে দেশটির এক সেনাকে হত্যার অভিযোগে ইউনুসকে ১৯৮৩ সালে বন্দি করা হয়। গ্রামে ফেরার পর ইউনুস গণমাধ্যমকে বলেন, এখনো বন্দি থাকা তার অন্য সহযোগীরা মুক্তি পেলে তিনি আরও খুশি হতেন।
তিনি বলেন, আমি মুক্ত হয়েছি, কিন্তু আমি আমার ভাইদের কারাগারে রেখে এসেছি। আমি আশা করি, খুব শিগগির অন্য বন্দিদের মুক্তিও আমরা দেখতে পারবো।
Drop your comments: