
ঢাকা সফর শেষে এমিলিয়ানো মার্তিনেজ কলকাতার উদ্দেশে রওনা দেয়ার আগে বিমানবন্দরে। ঠিক তখনই সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফেরা জাতীয় দলের ফুটবলাররা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হবেন। জামাল ভূঁইয়া জানেন মার্তিনেজ চলে যাচ্ছেন। আর্জেন্টাইন বিশ্বজয়ী গোলকিপারের সাথে দেখা করতে কিছু সময়ের জন্য অপেক্ষায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক। টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্তিনেজের সঙ্গে দেখা করতে বিমানবন্দরের বর্হিগমনের দিকে যান জামাল।
ঘটনাটি জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন ঘটনা বর্ণনা করেন এভাবে, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্তিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি, বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছেন। মার্তিনেজ গাড়ি থেকে নামার পরপরই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।’
তাই স্বল্প দূরত্বে মার্তিনেজকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি হওয়া কিংবা পরিচিত হওয়ার সুযোগ পাননি।