ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহহীন হয়েছে কয়েকশ’ মানুষ। ফায়ারসার্ভিস জানায়, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পুলিশ বলছে, মদনপুর খাদার এলাকায় অবস্থিত এ রোহিঙ্গা ক্যাম্পের ৫৫টি ঘর পুরে ছাই হয়ে যায়। দীর্ঘ ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে ২০১৮ সালেও ক্যাম্পটিতে আগুন লেগে পুড়ে যায় সবকিছু। কিভাবে আগুনের সূত্রপাত সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ভারত সরকারের কাছে দ্রুত সহায়তা চেয়েছেন তারা।
Drop your comments: