দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বর্মচারী নামের স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহণের সঙ্গে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এসআর পরিবহণের চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত চালক আব্দুল হামিক (৩২) সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। অপরজন আশিক আলী (২৩) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়ার ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। আমরা ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করি। মরদেহ সুরতহাল শেষে তাদের অত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এক সপ্তাহে একই স্থানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটল।’