সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে গ্রাহকদের সেবা নিশ্চিত করতে গ্রাহক সদস্যবৃন্দের অংশগ্রহণে গণ শুনানি ও সেবা প্রধান প্রতিশ্রুতি বিষয়ে সেবা গ্রহীতাদের অংশীজনদের অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।
দাবির উদ্দিন ভূঁইয়া স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী গোলাম কাওসার তালুকদার-ডিজিএম সদর দপ্তর (কারিগরি), মোহাম্মদ বোরহান উদ্দিন (এজিএমএস) এএনসি, মোঃ মাহিদুল ইসলাম পাওয়ার ইনচার্জ অডিনেটর নারায়ণগঞ্জ ১, দীপক চন্দ্র দাস- ওয়ারিং ইন্সপেক্টর, মোঃ জাকির হোসেন ওয়ারিং ইন্সপেক্টর । এ সময় আরো উপস্থিত ছিলেন দবির উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সভাপতি নয়ন ভূঁইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাহক বৃন্দ প্রমুখ।
এ সময় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা আগত গ্রাহকদের অভিযোগ শোনেন এবং সে অনুপাতে তাদের বিদ্যুৎ সেবা প্রদানের অঙ্গীকার করেন, সেই সাথে পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বলেন আপনাদের কোন অভিযোগ বা কোন পরামর্শ থাকলে আমাদের ফোন নাম্বার আছে আপনাদের দিয়ে গেলাম আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সেবা প্রদান করতে। আর কোন দালালদের চক্করে পড়বেন না আপনারা নিজেরা সচেতন ও স্মার্ট হোন তাহলেই সম্ভব বিদ্যুতের সমস্ত সমস্যা সমাধান করা।