পদক্ষিণ আফ্রিকার ফরী স্টেইট প্রদেশে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বেলাল হোসেন ভূঁইয়া (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে গত তিনদিনের ব্যবধানে আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে নোয়াখালীর দুই যুবক নিহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে বেথোলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বেলাল হোসেন ভূঁইয়া বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের মৃত তোফায়েল আহমদের ছেলে।
জানা যায়, রাতে একদল সন্ত্রাসী বেলালের দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এ সময় দোকানের পেছনের কক্ষে ঘুমে থাকা বেলাল বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।
অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।