কেপটাউনে অবস্থিত দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে আগুনের শিখা এবং ধোয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ছে। আজ রোববার গ্রিনিচ মান সময় সকাল সাড়ে পাঁচটায় এর সূচনা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পরই সেখানে উপস্থিত হয়েছেন অগ্নিনির্বাপণকারীরা।
তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শহরের জরুরি বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল এসেম্বলি জ্বলছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি আরো বলেন, পার্লামেন্ট ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত তার কোনো ইঙ্গিত মিলছে না।
Drop your comments: