মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় ভূমধ্যসাগর জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিশ্চিত বিপদ জেনেও একশ্রেণির মানুষ বারবার পা বাড়াচ্ছেন মৃত্যুকূপে।
বাংলাদেশ থেকে লিবিয়া পৌঁছানো পর্যন্ত নানা বিপদ কাটিয়ে ইউরোপের স্বপ্নে বিভোর মানুষগুলো এক সময় যে নিশ্চিত মৃত্যুকূপের দিকে স্বেচ্ছায় এগিয়ে যায়, সেই মৃত্যুকূপের নামই লিবিয়ার ভূমধ্যসাগর।
এই সাগর দিয়ে কয়েক দশক ধরেই অভিবাসীরা বিপজ্জনকভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে ৩৬২ জনই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
সম্প্রতি তিউনিশিয়া থেকে ১১৬ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে ৯টি নৌকা।
এছাড়া তিউনিশিয়া থেকেও সাতটি ছোট নৌকা ও লিবিয়া থেকে দু’টি বড় নৌকায় ইতালি পৌঁছেছেন আরও ৪৩৪ জন।