থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুকধারীর হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু। বৃহস্পতিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের উথাইশ্বন না ক্ল্যাং জেলার একটি ডে-কেয়ার সেন্টারে হামলা চালায় এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। এরপরেই সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। হামলাকারীকে ধরতে অভিযান চলছে।
ডে-কেয়ার সেন্টারটি প্রাথমিক বিদ্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে থাকা শিশুদের বেশিরভাগেরই বয়স ৩ থেকে ৭ বছরের মধ্যে। হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।
Drop your comments: