দিনাজপুরের পার্বতীপুর পৌরসভায় ৮ নম্বর ওয়ার্ডে ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে পঁচা-গলা আলু ও পোকা মিশ্রিত চাল। গত সোমবার পৌর অডিটরিয়ামে তালিকাভূক্তদের মাঝে এসব ত্রাণের প্যাকেট বিতরণ করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম।
জানা গেছে, গত ১০ জুলাই পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে প্রায় প্রতিটি ওয়ার্ডের তালিকাভূক্ত ১শ জনের মাঝে ১০ কেজি চাল ও ১ কেজি করে আলু বিতরণ করা হলেও ৮ নম্বর ওয়ার্ডে তা করা হয়নি। দীর্ঘ ১০দিন পর গত সোমবার বিতরণ করা হলে বাড়িতে নিয়ে যাওয়ার পর প্যাকেট খুলে পঁচা গলা আলু ও পোকা মিশ্রিত চালের সমন্বয়ে তৈরী পোকার স্তুপ দেখতে পান ত্রাণ গ্রহীতারা।
পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া মহল্লার শাহাবুল কাজীর স্ত্রী আকলিমা বেগম বলেন, ১০ কেজি চাল ও ১ কেজি আলু পেয়েছি। এর সবগুলোই খাবার অনুপযোগী বলে অভিযোগ করেছেন তিনি। একই অভিযোগ শাহিনুর ইসলামের স্ত্রী নুরজাহান বেগম, মৃত নুর ইসলামের ছেলে মো. আদমের। তারাও অনুরুপ অভিযোগ করেন।
ত্রাণের প্যাকেট বাড়িতে নিয়ে আসার পর খুলে দেখেন আলু পঁচা-গলা ও দুর্গন্ধযুক্ত। চাল পোকা মিশ্রিত, খাবার অনুপযুক্ত। তাদের অভিযোগ অন্যান্য ওয়ার্ডের সাতে ১০দিন আগে এসব বিতরণ করা হলে হয়তো নষ্ট হতো না এসব ত্রাণের প্যাকেট। সংশ্লিষ্ট কাউন্সিলরের অবহেলায় এটি ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ত্রাণ বিতরণের বিষয়ে তিনি কোনও কথা বলতে পারবেন না বলে কল কেটে দেন।
এব্যাপারে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হককে একাধিকবার কল দিলেও মোবাইল বন্ধ কথা বলা সম্ভব হয়নি। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ মিথুন মুন্নী বলেন, ইতোমধ্যে ঘটনাটি আমি জেনেছি। সেই সাথে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।