নীলফামারীতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে রিকশচালকরা। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে জেলা শহরের কালিবাড়ি মোড়ে ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এই সময় জরুরি কাজে নিয়োজিত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে, সেখানে ছুটে যান নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার। পরে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেয় রিকশাচালকরা।
বিক্ষোভকারী জেলা শহরের নিউ বাবুপাড়া মুরগী হাটি মহল্লার ভ্যানচালক আব্দুস সালাম বালু (৪৭) বলেন, ‘করোনা সংকট শুরু হওয়ার পর থেকে আমাদের খাদ্য সংকট শুরু হয়েছে। পরিবার চালাতে ঝুঁকির মধ্যেও ভ্যান নিয়ে রাস্তায় বের হলেও কাজ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় পৌরসভা থেকে পাঁচ কেজি চাল পেয়েছি, সেটি দিয়ে পাঁচ সদস্যের পরিবার চলবে কয়দিন?’
জেলা সদরের রামনগর ইউনিয়নের রামনগর মাঝাপাড়া গ্রামের রিকশাচালক শফিয়ার রহমান (৩৭) বলেন, ‘শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ইউনিয়নের ভোটার হওয়ায় চলমান সংকটে পৌরসভার ত্রাণ সহযোগিতা যেমন পাচ্ছি না, তেমনি ইউনিয়ন পরিষদ থেকেও এখন পর্যন্ত কোনও সহযোগিতা পাইনি।’
এই বিষয়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘শহরে যারা রিকশা চালায় তারা বেশিরভাগই পৌর শহরের বাইরের। তাদেরকে বলা হয়েছে তালিকা করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে দেওয়ার জন্য। পাশাপাশি তালিকা করে পৌর এলাকার রিকশাচালকদেরও সহযোগিতা প্রদান করা হবে।’