আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা “বন্ধন যুব সংঘ” এর সদস্যরা।
২৫ জুন (শুক্রবার) সকাল ১১টায় নওয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধনে বন্ধন যুব সংঘের কয়েক শো’ সদস্য অংশ নেন, সাথে অংশ নেয় এলাকার জনসাধারণ ও বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
এসময়ে তাদের হাতে ‘ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, ছয় মাসের মধ্যে ফাঁসি চাই ‘ ধর্ষক আকিদুলের ফাঁসি চাই” এ ধরণের তিরস্কারমূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ধারণ করে। মানববন্ধনে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি জন সমক্ষে মৃত্যুদণ্ড দাবি করা হয়।
বন্ধন যুব সংঘের যুগ্ম আহবায়ক দূর্জয় রহমান জানান, ধর্ষকদের সামাজিক ভাবে বয়কট করা হোক। পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। যেন পরবর্তীতে এমন ঘৃণ্য অপরাধ কেউ করার সাহস না পায়।
বন্ধন যুব সংঘের সিনিয়র সদস্য বকুল মুন্সি বলেন, বিচারে দৈন্যতার কারণে ধর্ষণ আজ দেশব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আমাদেরকে নারীকে মানুষ হিসেবে ভাবতে শিখতে হবে। একই সঙ্গে আমাদের মস্তিষ্কের ভেতর থেকে নারী সম্পর্কে নেতিবাচক চিন্তা দূর করতে হবে।