তীব্র ও ভারী তুষারপাতের কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ইউরোপের সবচেয়ে ব্যস্ততম তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রাথমিকভাবে সোমবার তুরস্কের কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ করে। এরপর অবস্থার উন্নতি না হওয়ায় ফ্লাইট চলাচল বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়ে বিকেল ৪টা নির্ধারণ করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তুষারপাতের কারণে ইস্তাম্বুলের বিমানবন্দরের পাশাপাশি সেখানকার স্কুল, করোনা টিকাদান কেন্দ্র এবং শপিংমলও বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিবহন ব্যবস্থাপনায়ও বিপর্যয় দেখা দিয়েছে। টানা তুষারপাতের কারণে বহু মানুষ শহরটিতে আটকা পড়েছে।
তীব্র তুষারপাতের পর ইস্তাম্বুল বিমানবন্দরের একটি কার্গো টার্মিনালের ছাদ ধসে পড়েছে। ছাদের ওপরে বরফ জমে থাকার কারণেই সেটি ভেঙে পড়ে। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তথ্যসূত্রঃঅনলাইন