তুরস্কে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জন। শনিবার বারতিন প্রদেশে নিহতদের শেষকৃত্যে অংশ নেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এদিন নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। সমবেদনা জানান শোকাহত স্বজনদের প্রতি। এদিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কমপক্ষে ১১ শ্রমিক। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, উদ্ধার অভিযান শেষ করেছে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিথেনের কারণে খনিতে এ বিস্ফোরণ হয়েছে। এর আগে ২০১৪ সালে খনি দুর্ঘটনায় তিন শতাধিক শ্রমিক নিহত হয় তুরস্কে।
Drop your comments: