তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযান রুখতে উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে সিরিয়া। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর আল আরাবিয়ার।
এর আগে সম্প্রতি ইরান সফরে রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ায় অভিযান চালানোর ইঙ্গিত দেন। এরপরই দৃশ্যমান এ পদক্ষেপ নিলো বাশার আল আসাদ প্রশাসন। দামেস্কের পক্ষ থেকে বলা হচ্ছে, কুর্দি বাহিনীর ওপর হামলা চালালে অঞ্চলটিতে ফের সক্রিয় হয়ে উঠবে ইসলামিক স্টেট বা আইএস। তাই আঙ্কারার পক্ষ থেকে যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে আসাদ সরকার। সিরিয়ার সেনাদের সাথে সীমান্ত এলাকায় টহল দিচ্ছে রুশ হেলিকপ্টারও।
গত মে মাসেও সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন এরদোগান। দেশটিতে আশ্রয় নেয়া শরণার্থীদের সিরিয়ায় ফেরাতে সীমান্ত এলাকায় ৩০ কিলোমিটার নিরাপদ জোন গঠনের লক্ষ্যে অভিযানের ঘোষণা দেন তিনি। তবে তুরস্কের এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে সিরিয়ার ঘনিষ্ট মিত্র রাশিয়া ও ইরান।