তুরস্কের দক্ষিণ আনাতোলিয়া প্রদেশে অগ্নিনির্বাপণ অভিযানের সময় নিহত দুই জনের মৃতদেহ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ছড়িয়ে পড়া দাবানলে মোট ৬ জনের মৃত্যু হলো বলে শনিবার জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
স্থানীয় সূত্র জানিয়েছে, আনাতোলিয়ার মানভগাট জেলায় ভয়াবহ এই দাবানলে আহত আরও দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গণমাধ্যমের সাথে কথা বলার উপর নিষেধাজ্ঞার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি বলেই জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
তুর্কি সরকারি তথ্য অনুসারে, শুক্রবার বিকেলে মানভগাটে ছড়িয়ে পড়া ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
Drop your comments: